মঙ্গলবার- ২১ জানুয়ারি, ২০২৫

যান্ত্রিক ত্রুটি

উড়ার ২ ঘণ্টা পর ফের চট্টগ্রামে ফিরল শারজাহগামী বিমান

উড়ার ২ ঘণ্টা পর ফের চট্টগ্রামে ফিরল শারজাহগামী বিমান
print news

১৪৯ জন যাত্রী নিয়ে আকাশে উড়াল দেয়ার প্রায় ২ ঘণ্টা পর যান্ত্রিক ত্রুটির কারণে ফের চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী একটি বিমান।

শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ রবিবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

তসলিম আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪৯ জন যাত্রী নিয়ে শারজাহগামী বিমানটি বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি কলকাতার কাছাকাছি পৌঁছানোর পর উড়োজাহাজে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। এটি পরে ফিরে আসে এবং রাত ৯টা ৩৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

গ্রুপ ক্যাপ্টেন তসলিম আরও বলেন, সমস্যা দেখে দেওয়ার পর পাইলট রিস্ক নেননি। তাই বিমানটিকে ফিরিয়ে এনেছেন। এটি এখন বিমানবন্দরেই আছে। ল্যান্ড করার পর এয়ারপোর্টে থেকে টো করে এটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান, উড়োজাহাজের সমস্যা সমাধানের কাজ চলছে। যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে এবং তাদের খাবার সরবরাহ করা হয়েছে।

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন

No more posts to show