বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪

জাহাজ সম্পর্কিত ৩৫ পেশায় ভবিষ্যৎ গড়তে পারেন তরুণরা

জাহাজ সম্পর্কিত
print news

জাহাজ চলাচল সম্পর্কিত ৩৫টি পেশায় সুনিশ্চিত ভবিষ্যৎ গড়তে পারেন তরুণরা। এ তথ্য জানিয়েছেন চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার ড. সাজিদ হোসেন।

জীবনের সূচনায় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে, উপযোগী পেশা বেছে নেওয়ার পথের সহায়ক হিসেবে সমুদ্রগামী ও সমুদ্রভিত্তিক পেশা সম্পর্কিত এক সেমিনারে এ তথ্য জানান তিনি।

শনিবার (২৫ মে) চট্টগ্রামে আগ্রাবাদে জাতি-তাত্ত্বিক জাদুঘরের মিলনায়তনে আয়োজিত সেমিনারে ‘সমুদ্রেই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে ভিত্তি করে সমুদ্রগামী জাহাজের পেশার (নেভিগেশন ও মেরিন ইঞ্জিনিয়ারিং) পাশাপাশি সমুদ্রভিত্তিক শিপিং অর্থাৎ জাহাজ চলাচল সম্পর্কিত ৩৫টি পেশার ওপরে আলোকপাত করেন চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার ড. সাজিদ হোসেন।

আরও পড়ুন :  সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের

তিনি বলেন, ‘সময়োচিত সঠিক সিদ্ধান্তে সুবিশাল সমুদ্রে এবং সমুদ্রকে কেন্দ্র করে অসংখ্য কর্মধারায় তরুণ-তরুণীদের জন্য সৃষ্টি হতে পারে সুনিশ্চিত ভবিষ্যৎ। উচ্চ মাধ্যমিকের পর মেরিন একাডেমিসমূহে ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স অনার্স ডিগ্রি নিয়ে সমুদ্রগামী জাহাজের ডেক অফিসার (সর্বোচ্চ পদ মাস্টার মেরিনার- ক্যাপ্টেন) এবং মেরিন ইঞ্জিনিয়ার (সর্বোচ্চ পদ চিফ ইঞ্জিনিয়ার) হওয়া যায়।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতকোত্তর সনদসহ আন্তর্জাতিক জাহাজ চলাচলের ব্যবস্থাপনা (শোর-বেজ্ড) সম্পর্কিত বহুমুখী ধারায় রয়েছে অসংখ্য অবারিত পেশার সুযোগ।’

আরও পড়ুন :  আইনজীবী না থাকায় চিন্ময়ের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

সেমিনারে চট্টগ্রামের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক স্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক।

নৌ প্রকৌশলী ড. সাজিদ হোসেনকে সহায়তা করেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌ প্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতি-তাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক ড. মো. আতাউর রহমান, এসডিজি ইউথ ফোরামের প্রেসিডেন্ট মো. নোমান উল্লাহ বাহার। শেষে জাতিতাত্ত্বিক জাদুঘরের উপ-পরিচালক ড. মো. আতাউর রহমানের সৌজন্যে শিক্ষার্থীরা জাদুঘরের বিভিন্ন উপকরণ পরিদর্শন করেন।

আরও পড়ুন :  শান্তিচুক্তির ২৭ বছরেও পাহাড়ে অশান্তি, চুক্তির মুলে নোবেল পুরুস্কারের লোভ

সাজিদ হোসেন যুক্তরাজ্যের একজন চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার, সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট (এমএসসি মেরিটাইম সেফটি) ও বোর্ড অব গভর্নসের একজন গভর্নর (২০১৩-২০২৪), বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের প্রাক্তন কমান্ড্যান্ট (২০০৯-২০২৩)।

তিনি জাতিসংঘের বিশেষায়িত অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) একজন মেরিটাইম অ্যামব্যাসেডর হিসেবে ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করছেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page