রেলওয়ের ডিজি সরদার শাহাদাত আলী পরিচয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
নীলফামারী জেলার সৈয়দপুর থানার ডোমারের ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি জুম্মাপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷ সাব্বির ওই গ্রামের মোস্তাফা আলীর ছেলে।
শুক্রবার ( ৩১ মে) বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম। তিনি বলেন, সাব্বির বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীর নাম এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলেন। এরপর তিনি মানুষের কাছে ট্রেনের টিকিটসহ রেলওয়ে সংশ্লিষ্ট বিভিন্ন কাজ করে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেন।
বিষয়টি রেলওয়ে পুলিশের নজরে এলে তারা তদন্ত শুরু করেন। এতে প্রতারণায় ব্যবহৃত অ্যাকাউন্টটি ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়। এরপর অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।