বৃহস্পতিবার- ১০ই অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম জেলার ১২ থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রাম জেলার ১২ থানার ওসি প্রত্যাহার
print news

পুলিশের চট্টগ্রাম জেলার ১২ ওসিকে এক যোগে প্রত্যাহার করা হয়েছে। সোমবার জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, চট্টগ্রাম জেলার নিন্মবর্নিত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গণকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত থানা থেকে প্রত্যাহার পূর্বক চট্টগ্রাম লাইনওআরে সংযুক্ত করা হলো।

১২ ওসি হলেন-ফটিকছড়ি থানার ওসি মীর মো. নুরুল হুদা, হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, আনোয়ারা থানার ওসি মোল্লা জাকির হোসেন, পটিয়া থানার ওসি জসীম উদ্দিন, চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার ওসি মিজানুর রহমান, ভূজপুর থানার ওসি মো. কামরুজ্জামান, বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দিন, বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ, মিরসরাই থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম, সন্দ্বীপ থানার ওসি মো. কবির হোসেন। এদের সবাইকে চট্টগ্রাম লাইনওআরে সংযুক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

চট্টগ্রামের নতুন পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, এটা পুলিশের রুটিন ওয়ার্ক। পুলিশের কাজে গতি আনতে থানা পর্যায়ে ওসিদের প্রত্যাহার করা হয়েছে। দ্রুতই এসব জায়গায় আরও যোগ্যদের বসানো হবে।

ঈশান/খম/সুপ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page