বান্দরবানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফের) নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বমকে (৪২) আটক করেছে র্যাব।
র্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার তৌহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী অপরাধ ব্যাংক ডাকাতি, আইনশৃংখলা বাহিনীর অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় কেএনএফ সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।
তারই অংশ হিসেবে শুক্রবার ভোরে বান্দরবান সদর উপজেলার লাইমী পাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-১৫ সদস্যরা। অভিযানে পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা অঞ্চলের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে আটক করা হয়।
এ ঘটনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে র্যাবের প্রেসব্রিফিং আয়োজনের কথা রয়েছে।