মঙ্গলবার- ৩রা ডিসেম্বর, ২০২৪

আলিফের পরিবারকে কোটি টাকা সহায়তা দেবে শামসুল হক ফাউন্ডেশন

আলিফের পরিবারকে কোটি টাকা সহায়তা দেবে শামসুল হক ফাউন্ডেশন
print news

ট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভকালে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারকে এক কোটি টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আলহাজ্ব শামসুল হক (এএসএইচ) ফাউন্ডেশন।

আইনজীবী আলিফের ছোট মেয়ের পড়াশোনার দায়িত্ব, চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ, স্বামীহারা মায়ের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

বৃহ¯পতিবার (২৮ নভেম্বর) রাতে এই উদ্যোগের কথা জানান তিনি। তিনি বলেন, শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তাঁর নি®পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলার জমিনে মাজলুমের প্রতিকী ইতিহাস হয়ে উঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই। যা শহীদ সাইফুল ইসলামের আলিফের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ, স্বামীহারা মায়ের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এই উপহার দারুণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুন :  আইনজীবী না থাকায় চিন্ময়ের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা উপহার দিয়ে এই মহৎ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। দেশবাসীর কাছে এই মানবিক দায়িত্ব পালনে আন্তরিক ভালোবাসায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান ফাউন্ডেশনে চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন :  চট্টগ্রামের সরকারি স্কুলে আসনের ৬২ গুণ ভর্তির আবেদন!

শহীদ পরিবারের জন্য ফাউন্ডেশনের ১ কোটি টাকার উদ্যোগ বাস্তবায়নে ফাউন্ডেশনের সদ্য উদ্ভাবিত এবং শতভাগ নিরাপদ প্ল্যাটফর্ম যবষঢ়হযবষঢ়বৎ.পড়স এর সংযুক্ত লিংকে ক্লিক করে দেশ-বিদেশ থেকে সহজেই অংশগ্রহণ করা যাবে।

এর মাধ্যমে আপনি আপনার পক্ষ থেকে যেকোনো পরিমাণ উপহার সহজেই প্রদান করতে পারবেন। আপনার দেওয়া উপহারসহ তহবিলে কত টাকা জমা হয়েছে, তার লাইভ আপডেটও সাথে সাথে দেখতে পারবেন। আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে, উত্তোলিত পুরো উপহার সরকারি এবং বেসরকারি দায়িত্বশীলগণের উপস্থিতিতে শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে, ইনশাআল্লাহ! যবষঢ়হযবষঢ়বৎ.পড়স এ উপহার প্রদানের ক্ষেত্রে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে ০১৮৪১০৪০৫৪৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন :  শান্তিচুক্তির ২৭ বছরেও পাহাড়ে অশান্তি, চুক্তির মুলে নোবেল পুরুস্কারের লোভ

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page