বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামে ফেসবুক পেজ খুলে জাল প্রশ্নপত্র বিক্রি

print news

চলমান এসএসসি-সমমানের পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১১ মে) দিনগত রাত একটার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে র‍্যাব-৭।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আহমদ রেজা খান, মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ আরমান। রেজা নগরের একটি মাদরাসার ফাজিল পর্যায়ের শিক্ষার্থী। রিফাত ও আরমান চট্টগ্রামের পটিয়ার একটি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার শুক্রবার (১২ মে) এ তথ্য জানান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এসএসসি-সমমানের পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রির নানা আলামত উদ্ধার করা হয়েছে। তারা ফেসবুকে পেজ খুলে এই প্রশ্নপত্র বিক্রি করে আসছিলেন। এ কাজে তারা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারও ব্যবহার করতেন। জাল প্রশ্নপত্র বিক্রির টাকা তারা মোবাইলে মাধ্যমে গ্রহণ করতেন।

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

র‍্যাব-৭-এর এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার ব্যক্তিরা বিগত কয়েক বছরের প্রশ্নপত্রকে চলমান এসএসসি-সমমানের বলে তাদের ফেসবুক পেজে প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রতিটি বিষয়ের জন্য তাদের কাছে তিন সেট করে প্রশ্নপত্র আছে বলে তারা বলে আসছিলেন। তারা এভাবে প্রতারণা করছিলেন।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে নগরের বাকলিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানায় র‍্যাব-৭। তাদের ইতোমধ্যে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

আরও পড়ুন

You cannot copy content of this page