চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
শনিবার (৩ জুন) ভোর সাড়ে ৬টার দিকে ভাটিয়ারী এলাকার ওয়েল ফুড ও বনফুলের সামনে থেকে এই মাদক জব্দ করা হয়।
চট্টগ্রাম-৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী শনিবার বিকেলে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। যার মূল্য এক কোটি টাকারও বেশি। অভিযানে সহযোগিতা করেন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।