বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪

সুবর্ণ এক্সপ্রেসে যুক্ত হলো উচ্চগতির নতুন কোচ

print news

উচ্চ গতির নতুন কোচে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে রেলওয়ের সবচেয়ে দ্রুত গতির ট্রেন সুবর্ণ এক্সপ্রেস। গতকাল সকাল ৭টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে ৮৮৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সুবর্ণ।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে সুবর্ণ এক্সপ্রেস। কারণ সুবর্ণ রেলওয়ের প্রথম বিরতিহীন ও দ্রুত গতির ট্রেন। ২০১৮ সালে এই বহরে যুক্ত হয় সোনার বাংলা।

আরও পড়ুন :  সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল ৭টায় কোরিয়া থেকে আমদানিকৃত আধুনিক উচ্চ গতির নতুন কোচ নিয়ে নতুন আঙ্গিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে সুবর্ণ এক্সপ্রেস। নতুন কোচ পেয়ে যাত্রীরা খুশি।

তিনি জানান, নতুন কোচগুলোতে আরামদায়ক সিট, অটোমেটিক স্লাইড ডোর, বায়ো–টয়লেট, সিসি ক্যামেরাসহ কিছু নতুন প্রযুক্তি যুক্ত আছে। জানা গেছে, এই ট্রেনে সাতটি শোভন চেয়ার, চারটি এসি চেয়ার/স্নিগ্ধা, একটি পাওয়ার কার, দুটি গার্ডব্রেক, খাবার গাড়ি ও শোভন চেয়ার রয়েছে। এই ট্রেনে মোট আসন সংখ্যা ৮৯০। নতুন কোচ সংযোজিত হলেও ভাড়ার পরিবর্তন হয়নি।

আরও পড়ুন :  বৈদেশিক মুদ্রাসহ চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী আটক

দক্ষিণ কোরিয়া থেকে ১৫০টি নতুন মিটারগেজ কোচ আমদানি করা হচ্ছে। এর মধ্যে অনেকগুলো কোচ চলে এসেছে। পর্যায়ক্রমে সব কোচ এলে অন্য আন্তঃনগরেও পুরনো কোচ পরিবর্তন করে নতুন কোচ সংযোজন করা হবে।

আরও পড়ুন

You cannot copy content of this page