সোমবার- ৪ঠা নভেম্বর, ২০২৪

প্রচ্ছদ /

তিন মিনিটের জন্য তিন কোটি দাবি বলিউড সুন্দরী উর্বশীর

print news

বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা। বি-টাউন থেকে কান সৈকত পর্যন্ত ছড়িয়েছেন তার সৌন্দর্যের দ্যুতি। এবার তিন মিনিটের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়ে আলোচনায় এলেন তিন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, উর্বশী তিন মিনিটের একটি আইটেম গানের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বয়াপতি শ্রীনু এবং রাম পোথিনেনির আগামী ছবিতে আইটেম নাচবেন ঊর্বশী। তার জন্যই আকাশছোঁয়া দর হাঁকিয়েছেন তিনি।

এদিকে তার এই আকাশ ছোঁয়া পারিশ্রমিকের কথা শুনে চোখ কপালে উঠেছে তাবড় নায়িকারাও। ঘাম ছুটেছে প্রযোজকদের। উর্বশী কি দেশের সর্বোচ্চ আয়ের অভিনেত্রী? এমন প্রশ্নও উঠেছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি উর্বশী।

আল্লু অর্জুনের সাথে ‘পুষ্পা ২’তে অভিনয় করছেন উর্বশী। এছাড়া চিরঞ্জীবী-শ্রুতি হাসানের ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ছবির আইটেম গানে নেচেও তিনি পেয়েছিলেন দুই কোটি। ধারণা করা হচ্ছে এসব কারণেই এবার তিন কোটি হাঁকিয়েছেন এই অভিনেত্রী।

তবে উর্বশীর তিন মিনিটে তিন কোটি নেওয়াটা ভালোভাবে নিচ্ছেন না নিন্দুকেরা। এরইমধ্যে কটাক্ষ শুরু করেছেন তারা। তবে এতেও মুখ খোলেননি এই লাস্যময়ী।

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page