ক্যারিয়ারের প্রথম মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। ঈদে সিনেমাটি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পায়। দর্শক হুমড়ি খেয়ে পড়ছিল ছবিটি দেখতে। সেই রেশ এখনও আছে
এবার বাংলাদেশে এসে ইধিকা পাল জানালেন শাকিবের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সেই অনুভূতির কথা। তিনি বলেন, ‘যখন আমি শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পাই, সেই অনুভূতিটা অন্যরকম ছিল। আসলে শাকিবের এগেইনস্টে সুযোগ পাওয়াটা বড় ব্যাপার। আর অভিনয়ের আগে তো শাকিব খানের সব মুভিই আমি কলকাতায় দেখে নিয়েছি। তাই সেই জায়গা থেকে ব্যাপারটা এমনই ছিল।’
ইধিকা জানান, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা তার কাছে সোনায় সোহাগার মতো। তিনি বলেন, ‘আমাদের কলকাতায় হিন্দিতে বলে ছোনেপে ছোহাগা, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে ছোনেপে ছোহাগা।’
রোববার (৩০ জুলাই) হঠাৎ ঢাকায় আসেন ইধিকা। এদিন সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন সংবাদকর্মীদের। সেসময় এসব কথা বলেন অভিনেত্রী।
‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে কোরবানির ঈদে। ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।