সংযুক্ত আরব আমিরাতে নানা ধরনের লটারি রাতারাতি ভাগ্য বদল করে দেয় অনেকের। এসব লটারির মধ্যে অন্যতম একটি হলো আবুধাবির বিগ টিকিট। চলতি সপ্তাহে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, আবুধাবির বিগ লটারি জয়ী একজন বাংলাদেশি, দুইজন ভারতীয় এবং একজন কাতারি। লটারি জয়ের পর তারা প্রত্যেকে এক লাখ দিরহাম করে পাবেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
লটারি জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ হাসান তারেক। তিনি আমিরাতের শারজাতে বসবাস করেন। তারেক একটি পেইন্টিং ও ডেকোরেশনের দোকানের মালিক। প্রায় সাত মাস আগে, তিনি এবং ১০ জন বন্ধুর একটি দল ফেসবুকে একজন বাংলাদেশি বিজয়ীর একটি ভিডিও দেখে তাদের ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করেন।
তারেক বলেন, ‘আমার বন্ধুদের সঙ্গে পুরষ্কারের অর্থ ভাগ করবো। আমার অংশ ব্যবসা বাড়াতে বিনিয়োগ করবো। আমি বিগ টিকিটের সকল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এতগুলো জীবন পরিবর্তন করার জন্য এবং মানুষকে তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সাহায্য করার জন্য।’
এছাড়াও লটারি জিতেছেন কাতারের নাগরিক নাবিল বিনু। ৩৯ বছর বয়সি এই ব্যক্তির জন্ম ও বেড়ে ওঠা কাতারে। তিনি একজন সিস্টেমন ইঞ্জিনিয়ার। তিনি তার ২০ জন বন্ধুর সঙ্গে মিলে বিগ টিকিট কেনেন।
নাবিল বিনু বলেন, ‘আমি খুব খুশি এবং কৃতজ্ঞ। এই অর্থ দিয়ে আমি পরিবারের সঙ্গে ছুটি কাটাবো।’ তিনি অন্যদের উদ্দেশ্যে বলেন যে, ‘হাল ছেড়ে দেবেন না। আমরা ৫ বছর পর জিতেছি এবং আমরা গ্র্যান্ড প্রাইজ না জেতা পর্যন্ত হাল ছাড়বো না।’
লটারির তৃতীয় বিজেতা হয়েছেন ভারতীয় অনিশ কুমার। ৩৪ বছর বয়সী এই ব্যক্তি দুবাই প্রবাসী। তিনি একটি সাইবার সিকিউরিটি সংস্থায় পরামর্শক হিসাবে কাজ করছেন। কুমার তার চার সহকর্মীর সাথে গত তিন বছর ধরে বিগ টিকেট কিনছেন। তিনি বলেন, ‘বিগ টিকিট ওয়েবসাইটে বিজয়ী হিসাবে আমার নাম দেখে খুব খুশি।’
তিনি বলেন, ‘এই পুরস্কার আমাকে আমার স্বপ্নের বিএমডব্লিউ গাড়ির ডাউন পেমেন্ট দিতে সাহায্য করবে। আমি সবাইকে চেষ্টা চালিয়ে যেতে এবং হাল ছেড়ে না দেওয়ার পরামর্শ দিতে চাই।’
সপ্তাহের চূড়ান্ত এবং চতুর্থ বিজয়ী হলেন ভারতে বসবাসকারী চরণ দীপ সিং। তিনি বিগ টিকিট ওয়েবসাইট থেকে টিকিট কিনেছিলেন।