অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে মামলা পরিচালনা করতে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের আইনবিদরা।
সোমবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ড. ইউনূস সাহেবের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারিক কার্যক্রম দেখতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তাদের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। এই দলে ৫ থেকে ৬ জন সদস্য থাকতে পারেন।
তারা এদেশে এসে কী আদালতে লড়তে পারবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। তারা এখানে এসে মামলা পরিচালনায় আইনজীবীদের সহযোগিতা করবেন। প্রয়োজনীয় আইনী পরামর্শ দেবেন। নোট দেবেন। যুক্তি দেবেন। সার্বিক বিষয়ে সহযোগিতা করবেন। খুব শীগ্রই তারা বাংলাদেশে আসবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি ড. ইউনূসের মামলা প্রত্যাহার করতে নোবেল বিজয়ীসহ বিশ্বের নেতৃস্থানীয় ১৬০ নেতা বিবৃতি দেন। সেই বিবৃতির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিবৃতি না দিয়ে বাংলাদেশে এসে বিচার দেখুন। অর্থনীতিবিদ নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনূসের বিরুদ্ধে ১৬৬টি মামলা দায়ের করা হয়েছে।