বৃহস্পতিবার- ১০ই অক্টোবর, ২০২৪

বিএনপির মহাসমাবেশ থেকে আসতে পারে মহাযাত্রা কর্মসূচি

print news

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে শুরু হতে পারে আন্দোলনের ‘মহাযাত্রা’ কর্মসূচি। সচিবালয় ঘেরাওয়ের এই কর্মসূচির মধ্য দিয়ে মহাযাত্রার ধারাবাহিক আন্দোলন শুরু হতে পারে বিএনপির।

বিএনপি নেতারা বলছেন, এবারের আন্দোলন হবে ‘ডু অর ডাই’। লক্ষ্যে পৌঁছানোর আগে পিছু হটবে না বিএনপি। চূড়ান্ত আন্দোলনের এই পর্যায়ে কঠোর কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নের সব পরিকল্পনা ঠিক করে রাখা হয়েছে। তাই সমাবেশ থেকে সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে অটল থাকার অঙ্গীকার করা হবে।

বিএনপির ও যুগপৎ আন্দোলন সঙ্গীদের সূত্রে জানা গেছে, শনিবারের মহাসমাবেশের পর এক কিংবা দুই দিন বিরতি দিয়ে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। পরে নির্বাচন কমিশন, আদালত চত্বরে অবস্থা ও গণভবন ঘেরাওয়ের ঘোষণা আসবে। এভাবে ধাপে ধাপে হরতাল, অবরোধের কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পরিস্থিতি বুঝে যেকোনো সময় কর্মসূচির ধরনে পরিবর্তন আনা হবে।

এদিকে বিএনপির পাশাপাশি শনিবার সমাবেশ করবে দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ দুপুর ২টায় প্রেস ক্লাবের সামনে, ১২ দলীয় জোট দুপুর ২টায় বিজয় নগর পানির টাংকির সামনে, গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর) বেলা ১১টায় বিজয় নগর পানির টাংকির সামনে, গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ২টায় আরামবাগে গণফোরাম অফিসের বিপরীতে সমাবেশ করবে। এছাড়াও এলডিপি তাদের পান্থপথ অফিসের সামনে সমাবেশ করবে।

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page