বৃহস্পতিবার- ১০ই অক্টোবর, ২০২৪

বিএনপি-জামায়াতের নাশকতাকারীদের চট্টগ্রামে ঠাঁই হবে না: রনি

print news

হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের নাশকতাকারীদের ঠাঁই চট্টগ্রামে হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

বুধবার (০১ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেইট মোড়ে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল পরবর্তী সমাবেশে এ মন্তব্য করেন ছাত্রলীগের এই প্রভাবশালী নেতা।

বিএনপি-জামায়াত এর অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে নুরুল আজিম রনি বলেন, বিএনপি বরাবরই ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপির অবৈধ অবরোধ বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির মধ্যেও চট্টগ্রাম মহানগরে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, অফিস-আদালত খোলা রয়েছে। বিএনপির অবরোধ করার এই হঠকারিতামূলক সিদ্ধান্ত জনগণ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

নুরুল আজিম রনি বলেন, বিএনপি, ছাত্রদল, জামায়াত ও শিবিরকে প্রতিহত করতে এবং দাঁতভাঙা জবাব দিতে মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা সবসময় প্রস্তুত আছি।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল তানিম চৌধুরী, রকিবুল ইসলাম সেলিম, মেহেদী হাসান, রেজাউল আলম রিপন, ফয়সাল রফিক, মো. খোকন, মো সোহেল আহমেদ সেলু, মো কুতুব উদ্দিন, সোলাইমান শেট, আশিকুন্নবী, মো. মামুন, মো. মারুফ, সৈামিত বড়ুয়া, জি,এস, আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, শাহদাৎ হোসেন পারভেজ, শাহাজাদা চৌধুরী,তানভীর মেহেদী মাসুদ, আরিফ হোসেন, ইসমাইল হোসেন তারেক, রহিম মিজান, মোঃ সাহেদ, এম আর রিদয়, আলী আরেফিন, এনামুল হক মানিক, ইসমাইল হোসেন রুবেল, শিহাব আলী চৌধুরী, ইব্রাহিম রুবেল, হায়দার আলী সাদ্দাম মিসবাহ উদ্দিন বাপ্পি, শোয়ব চৌধুরী বাচ্চু, আজাদ হোসেন , ইনজামুল হক ইমু, মিনহাজুল ইসলাম মিনহাজ, ইয়াসিন আরাফাত মুন্না, আরাফাত হোসেন, মো: জহির, ইউসুফ রিদয়, তানভীর হোসেন, মোঃ রিয়াসাদ সাফায়েত নেয়াজ রোকন, ইবনুল ইভান, মো রিমন, সাকিব আহমেদ, ফয়েজ শিকদার, শাকিল খান নিশান, আরিফুল ইসলাম সুমন, জয় চক্রবর্তী, আমজাদ হোসেন, এরশাদ মিশন, রিয়াদ খান, মো. জিসান, মো. জিয়াদ, ইমরান হোসেন মুন্না, নিশান চৌধুরী, ওবাইদুল আলম শাকিল , সায়িদ বিন আবদুল্লাহ নাহিদ , জয়নাল আবেদীন রাহাত, সাগর কান্তি দেব, ইফতেখার হোসেন রাফি, রনি থেফুরা, ফারুক ইসলাম সাকিব, স্বপন আহমেদ, সাদ্দাম, জাবেদ চৌধুরী, নিজাম উদ্দিন রুবেল, আরমান সাকিব, রবিউল ইসলাম, মো: শুভ, চৌধুরী মানিক, আতিকুল ইসলাম আতিক, আসিফ তুষার, সোলাইমান রায়হান, আদনান ফেরদৌস নাবিল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হাসমাত খান আতিফ, সহ-সম্পাদক মুহাম্মদ আরিফ উদ্দিন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা যুবরাজ দাশ, আবু হানিফ সৌরভ, আরিফ উল্লাহ ওয়াহিদ, সালেক আহমেদ, জালাল উদ্দীন জোবাইর, মুহাম্মদ শিহাব প্রমুখ।

ঈশান/মউ/নএ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page