বঙ্গবন্ধু টানেলের ভেতরে বাসের ধাক্কায় মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। এসময় প্রাইভেটকারে থাকা তিন জন যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের তাৎক্ষনিক কোন পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের সময় এ দূর্ঘটনা ঘটে। উদ্বোধনের পর টানেলের ভেতরে এটি প্রথম দূর্ঘটনা বলে জানান সংশ্লিষ্টরা।
দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা। তিনি বলেন, দূর্ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে টানেলের কোন ক্ষতি হয়নি। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানেলে একটি প্রাইভেটকারকে মারাত্মকভাবে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বাসচালক ও তার সহকর্মীরা। এসময় চলমান অন্যান্য গাড়িগুলো তাদের ভিডিও করেছে। পরে ৪-৫ জন মিলে আহতদের গাড়ী থেকে বের করে। এসময় অন্যান্য যাত্রীরা ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করে। ঘটনার পর ঘটনাস্থলে নৌ পুলিশ আসে।
ঈশান/খম/সুম