সোমবার- ৪ঠা নভেম্বর, ২০২৪

স্বাগতিকদের স্বপ্ন ডুবিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

print news

পুরো টুর্নামেন্ট জুড়ে অজেয় ছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে নিজেদের সেরা খেলাটা আর খেলতে পারল না দলটা। স্বাগতিকদের স্বপ্ন ডুবিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া।

 ট্রাভিস হেডের অসাধাণ এক সেঞ্চুরিতে ভর করে ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা ঘরে তুলল হলুদ জার্সিধারীরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ২৪১ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ৪২ বল হাতে রেখে।

ওপেনার ট্রাভিস হেড খেলেছেন ১৩৭ রানের ইনিংস। ১২০ বলে ১৫ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন তিনি। ৬৪তম ওয়ানডেতে হেডের এটি পঞ্চম সেঞ্চুরি।

দলীয় ১৬ রানেই এদিন অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটির পতন হয়েছিল। ৭ রান করা ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়েছিলেন মোহাম্মদ শামি। তিন নম্বরে নামা মিচেল মার্শকে থিতু হতে দেননি জাসপ্রিত বুমরাহ। ১৫ বলে ১৫ রানেই থামতে হয় মার্শকে।

পঞ্চম ওভারে মার্শকে ফেরানোর পর সপ্তম ওভারে স্টিভেন স্মিথকে (৯ বলে ৪) তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বেশ চাপেই ফেলে দেন বুমরাহ। তবে ৪৭ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়ার পরের গল্পটা নিজের মতো করে লিখেছেন ট্রাভিস হেড।

তাকে যোগ্য সমর্থন দিয়েছেন মার্নাশ লাবুশেন। চতুর্থ উইকেটে ২১৫ বলে ১৯২ রান যোগ করে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরি করেন নেন এই দুজন।৪৩তম ওভারে হেড যখন ফিরেন, তখন জয় থেকে তার দল মাত্র ২ রান দূরে। লাবুশেন ১১০ বলে ৫৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

অথচ শুরুতে লাবুশেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সুযোগই পাননি। দুর্দান্ত ছন্দে ছিলেন। পরে একজনের চোটে দূয়ার খুলে তার। আর হেড ইনজুরিতে ছিলেন। এরপরও তাকে স্কোয়াডে রাখে দল। তবে শুরুতে তার সার্ভিস পায়নি অজিরা।

এদিন টস হেরে ব্যাট করতে নামে ভারত। শেষ বলে তারা অলআউট হয়। তার আগে গড়ে ২৪০ রানের পুঁজি। লোকেশ রাহুল সর্বোচ্চ ১০৭ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৬৩ বলে ৫৪ রান। আর রোহিত শর্মা খেলেন ৩১ বলে ৪৭ রানের ইনিংস।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল মার্শ সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন জস হ্যাজলউড ও প্যাট কামিন্স। ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড।

ঈশান/খম/সুপ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page