চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক দেশ রূপান্তরের রাঙ্গুনিয়া প্রতিনিধি এম এ কোরেশি শেলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি ঘুমের মধ্যেই স্ট্রোক করেছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) বাদে আছর চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ি মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মফস্বলে দীর্ঘদিন ধরে সাহসিকতার সাথে সাংবাদিকতা করে আসছিলেন এম এ কোরেশি শেলু। তিনি দীর্ঘদিন ধরে ভোরের কাগজের রাঙ্গুনিয়া প্রতিনিধির দায়িত্ব পালন করেন। পরে তিনি দৈনিক দেশ রুপান্তর পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাংবাদিকতা জীবনে তিনি সৎ ও সাহসি ছিলেন। সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরতে গিয়ে তিনি নানা নির্যাতনের শিকার হন।
সর্বশেষ ২০০৯ সালে কাঠ পাচার নিয়ে খবর প্রকাশ করায় রাজনৈতিক ষড়যন্ত্রে তাকে চাঁদাবাজি মামলার আসামি করা হয়। পরে তিনি ওই মামলায় খালাস পান। তিনি একজন নির্যাতিত সাংবাদিক বলে পারিবারিক সূত্র জানায়।
মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে রাঙ্গুনিয়া তথা চট্টগ্রামের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ঈশান/মখ/সুম