সোমবার- ৯ই সেপ্টেম্বর, ২০২৪

টালিউড কাঁপানোর অপেক্ষায় বুবলী

টালিউড কাঁপানোর অপেক্ষায় বুবলী
print news

সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয় দেশীয় চলচ্চিত্রে। ঢাকাই সিনেমায় যুক্ত হয়েই কোটি দর্শকের মন জয় করে নেন লাস্যময়ী অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী।

ক্যারিয়ারের আট বছর পর চলতি বছরের শুরুর দিকে প্রথমবার দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করার সুযোগ পান ৩৪ বছর বয়সি এই অভিনেত্রী। ‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের তরুণ পরিচালন রাশেদ রাহা। এরইমধ্যে ছবিটির শুটিং, ডাবিং, এডিটিং শেষ। এখন চলছে মুক্তির জন্য প্রস্তুতি। এখন শুধু টালিউড কাঁপানোর অপেক্ষা।

এ প্রসঙ্গে সিনেমার নির্মাতা রাশেদ রাহা গণমাধ্যমকে বলেন, কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ শেষের দিকে। কয়েক দিনের মধ্যে গণমাধ্যমে মুক্তির তারিখ জানাবো। কাজ আর একটু গুছিয়ে নিই। সবকিছু ঠিক থাকলে আসছে দুর্গাপূজায় ভারতে মুক্তি পেতে যাচ্ছে বুবলীর প্রথম টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’।

di65

তিনি আরও বলেন, যদি কোনো কারণে দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি দিতে না পারি, তাহলে পুজার দুই সাপ্তাহ পর মুক্তি দেব। অর্থাৎ পূজার আমেজ থাকতে থাকতেই মুক্তি দিতে চাই ‘ফ্ল্যাশব্যাক’। ছবিটির মুক্তির জন্য বুবলী নিজেও অপেক্ষার প্রহর গুনেছেন।

বুবলীর ভাষ্যে, ‘কৌশিক গাঙ্গুলী স্যারের মতো গুণী নির্মাতা ও অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। রাশেদ রাহা ভাইয়ের মতো প্রমিজিং ডিরেক্টর সিনেমাটি পরিচালনা করছেন। সৌরভ দাস দাদাসহ সবার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।’ পরিচালক রাশেদ রাহা বলেন, ‘বুবলীর কয়েকটি সিনেমা দেখে আমাদের খুব ভালো লেগেছে। সে জায়গা থেকেই তার সঙ্গে কাজের পরিকল্পনা করেছিলাম আমরা।’

ছবির গল্প ও বিষয়বস্তু নিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী বলেন, অন্যরকম এক প্রেক্ষাপট নিয়ে সিনেমার গল্প সাজানো হয়েছে। এতে দেখা যাবে, অঞ্জন (কৌশিক গাঙ্গুলী) নামের এক মঞ্চনাটকের খ্যাতিমান অভিনেতার সঙ্গে ভবঘুরে ডিকে (সৌরভ দাস) ও নির্মাতা শ্বেতার (বুবলী) দেখা হয়। কয়েকটি দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। নির্মাতা রাশেদ রাহার সঙ্গে যৌথভাবে সিনেমার কাহিনিও লিখেছেন নির্ঝর। ছবিটি প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। নিবেদনে রয়েছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট ও বিগ আর এন্টারটেইনমেন্ট।

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন

জনপ্রিয়

error: Content is protected !!