বৃহস্পতিবার- ১০ই অক্টোবর, ২০২৪

রেল চট্টগ্রাম অঞ্চলের দূর্নীতিবাজ আরএনবি চিফ রাজশাহীতে বদলি

রেল চট্টগ্রাম অঞ্চলের দূর্নীতিবাজ আরএনবি চিফ রাজশাহীতে বদলি
print news

নিয়োগ বাণিজ্যসহ দুর্নীতির নানা অভিযোগ থাকার দায়ে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দূর্নীতিবাজ চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। রেল ভবনের এক আদেশে চিফ কমান্ড্যান্ট জহিরুলকে রাজশাহীতে বদলি করা হয়। একই আদেশে রাজশাহী অঞ্চলের আরএনবি চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব আবরার হোসেন স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম শনিবার (৩১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, রেল পূর্বাঞ্চল এবং পশ্চিমের চিফ কমান্ড্যান্ট উভয়ের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ দুর্নীতির নানা অভিযোগ ছিল। এরপরও তারা দীর্ঘদিন ধরে ক্ষমতার জোরে পদ আগলে রেখে ছিল। এ নিয়ে গত ১৮ জুলাই দৈনিক ঈশানে ‘দুদকের অনুসন্ধানেও বেপরোয়া আরএনবি প্রধান জহিরুল’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। যা রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। ফলে উভয় আরএনবি প্রধানকে বদলি করা হয়।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page