সোমবার- ৪ঠা নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ
print news

সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১লা অক্টোবর) প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিকেলের দিকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে একাডেমিক কাউন্সিলের ১৫৪তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যা¤পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর ভাষ্য, কলেজে বার বার মিছিল মিটিং হওয়ার কারণে ক্লাসের পড়াশোনায় প্রভাব পড়েছে, ছাত্রদের উপস্থিতি কমে গেছে। এভাবে মিছিল মিটিং চললে ছাত্ররা আতঙ্কিত হয়ে যায়, অভিভাবকরা আতঙ্কিত হয়ে যায়। তাই একাডেমিক কাউন্সিলের সভা ডেকে মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে কলেজে সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর ছাত্র-রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ক্যা¤পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম কলেজের ব্যানারে গত রোববার এ অবস্থান কর্মসূচি পালন করেন কলেজের শত শত শিক্ষার্থী।

এর আগে ২৬ সেপ্টেম্বর ছাত্রদলের নেতাকর্মীদের বেধড়ক পিটুনির অভিযোগ ওঠে ছাত্রশিবিরের বিরুদ্ধে। যদিও অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে শিবির। এরপর ২৯ সেপ্টেম্বর ছাত্র-রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

এছাড়া গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু‘গ্রুপের মিছিল-মিটিং, সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটতো প্রায়। এতে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে পড়ে। সরকার পতনের পর ছাত্রশিবির কলেজে অবস্থান নেয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

ঈশান/মখ/মউ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page