মঙ্গলবার- ৩রা ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামে লরির সাথে ট্রেনের ধাক্কা, আহত অনেক

চট্টগ্রামে লরির সাথে ট্রেনের ধাক্কা, আহত অনেক
print news

ট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকার পিছনে রেল লাইনের উপর গার্ডার বোঝাই একটি লরির সাথে পর্যটন নগরী কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনের (৮১৫-৮১৬) ধাক্কায় বহু যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (১লা নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম। তিনি বলেন, বড় কোন দুর্ঘটনা ঘটেনি। অসাবধানবশত চসিকের গার্ডার বোঝাই লরিটি রেললাইনে উঠে গেলে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে বগির মধ্যে সিটে বসা বহু যাত্রী ছিটকে পড়ে মাথা ও হাতে পায়ে আঘাত পান। যারা স্থানীয়ভাবে ব্যান্ডেজ লাগিয়েছেন। ইঞ্জিনের তেমন কোন ক্ষতি হয়নি। লরিটি সরিয়ে নেয়ার পর ট্রেনটি কক্সবাজারে চলে যায়।

আরও পড়ুন :  শান্তিচুক্তির ২৭ বছরেও পাহাড়ে অশান্তি, চুক্তির মুলে নোবেল পুরুস্কারের লোভ

প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুপুরে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি চান্দগাঁও আবাসিকের পিছনে পৌঁছানোর মুহুর্তে লরিটি রেললাইনে উঠে যায়। এরপর ট্রেনের সাথে গার্ডার বোঝাই লরিটির ধাক্কা লেগে ছিটকে পড়ে। ট্রেনটি হঠাৎ থেমে যায়।

এতে ট্রেনটির বগির ভেতরে সিটে বসা বহু যাত্রী ছিটকে পড়ে মাথা ও হাতে পায়ে আঘাত পেয়েছেন। এদের কেউ কেউ ব্যান্ডেজ নিয়েছেন। কেউ কেউ এন্টি সেপটিক লাগিয়েছেন। তবে মারাত্নক কোন আঘাত পায়নি কেউ। চিকিৎসা নেওয়া আর রেলওয়ে স্টেশনের লোকজন এসে দুর্ঘটনাকবলিত লরিটি রেললাইন থেকে সরিয়ে নিতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে। পরে ট্রেনটি পুনরায় সচল হওয়ার পর কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

আরও পড়ুন :  আইনজীবী না থাকায় চিন্ময়ের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page