বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪

সাইবার ট্রাইব্যুনালে চবি ছাত্রলীগ সভাপতির মামলা

print news

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছবি বিকৃতি ও কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল।

সোমবার (২২ মে) সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করা হয় বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, মামলাটি গ্রহণ করে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন :  শান্তিচুক্তির ২৭ বছরেও পাহাড়ে অশান্তি, চুক্তির মুলে নোবেল পুরুস্কারের লোভ

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান খাঁন বলেন, মামলায় ফয়সাল বিন কামরুজ্জামান, মিজানুর রহমান, নিয়াজ আবেদিন পাঠান, নাজমুল সামির, মো. এনামুল হক ও জিসান গাজী। এছাড়া অজ্ঞাতনামা আরো ২০ থেকে ৩০ জনকে বিবাদী করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, অভিযুক্তরা নানা সময়ে সিইউ নিউজ, চিটাগাং ইউনিভার্সিটি নিউজ২৪ নামক ফেসবুক পেজ খুলে চবি ছাত্রলীগ সভাপতির বিকৃত ছবি পোস্ট করেছেন। এসব ছবির ক্যাপশনে কুরুচিপূর্ণ মন্তব্য লিখেছেন। এছাড়া চবি ছাত্রলীগ সভাপতির নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন পোস্টে আপত্তিকর মন্তব্য করেছেন। এতে করে তার সম্মানহানি হয়েছে।

আরও পড়ুন :  চট্টগ্রামের সরকারি স্কুলে আসনের ৬২ গুণ ভর্তির আবেদন!

মামলার বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, অভিযুক্তদের টার্গেট ছিল ছাত্রলীগ। তারা চবি ছাত্রলীগের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে ফেসবুকে নামে-বেনামে অপপ্রচার করছে। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page