মঙ্গলবার- ৩রা ডিসেম্বর, ২০২৪

ছাত্রলীগের দু‘পক্ষের সংঘর্ষ:

গভীর রাতে চবির হলে তল্লাশি, দেশিয় অস্ত্র উদ্ধার

print news

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুটি পক্ষের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি।

রাত ১২ থেকে দেড়টা পর্যন্ত শাহজালাল ও শাহ আমানত হলে এই অভিযান চালানো হয়। এ সময় হকিস্টিক, ক্রিকেট স্টাম্প, রড, কয়েকটি রামদা, পাথর উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট ও পুলিশ সদস্যরা।

আরও পড়ুন :  জামিন পেলেও মুক্তি মিলছে না বাবুল আক্তারের

শুক্রবার (২ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার। তিনি বলেন, ‘আমরা রাতে তল্লাশি চালিয়েছি। কিছু হকিস্টিক, ক্রিকেট স্টাম্প, রড, কয়েকটি রামদা, পাথর উদ্ধার করা হয়েছে। আমরা কাউকে আটক করতে পারিনি।

তিনি জানান, গত বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয় চবি শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের কর্মীদের মধ্যে। দুই দফা সংঘর্ষে প্রায় ২৩ জনের মতো হয় আহত হন। খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুটো তদন্ত কমিটি করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

আরও পড়ুন :  প্যানিক অ্যাটাকে আক্রান্ত মুন্নী সাহা, ছাড়া পেলেন শর্তসাপেক্ষে

আরও পড়ুন

You cannot copy content of this page