চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুসহ ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তারা।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। এদিন সর্বশেষ সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু মনোনয়নপত্র জমা দেন বলে জানান তিনি।
মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ স¤পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি আলতাব হোসেন চৌধুরী বাচ্চু, ইব্রাহিম চৌধুরী বাবুল ও বন ও পরিবেশ বিষয়ক স¤পাদক মশিউর রহমান চৌধুরী।
অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির মো. সামসুল আলম ও তৃণমূল বিএনপি দীপক কুমার পালিত।
নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন আফছারুল আমীনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল মঙ্গলবার (৪ জুলাই)। এছাড়া মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত। আপিল নি®পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। আগামী ৩০ জুলাই ইভিএম ব্যবহার করে ভোট অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।