সোমবার- ২রা ডিসেম্বর, ২০২৪

প্রচ্ছদ /

দাদির সঙ্গে ঈদ করতে ঢাকায় খালেদা জিয়ার দুই নাতনি

blank
print news

ঈশান ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান ঢাকায় এসেছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে এক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সেখান থেকে সরাসরি খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান।

বিএনপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে খালেদা জিয়ার দুই নাতনি কতদিন ঢাকায় থাকবে তা জানা যায়নি।

এদিকে আগে থেকেই খালেদা জিয়ার সঙ্গে অবস্থান করছেন কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি। গত ২১ মার্চ লন্ডন থেকে ঢাকায় আসেন তিনি। দুই নাতনি ও পুত্রবধূ নিয়ে বিএনপি চেয়ারপারসন ঈদুল ফিতর উদযাপন করবেন।

ডিআই/খম

আরও পড়ুন

You cannot copy content of this page