বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম থেকে ১৪ মে শুরু হচ্ছে হজ ফ্লাইট

চট্টগ্রাম থেকে ১৪ মে শুরু হচ্ছে হজ ফ্লাইট
print news

ট্টগ্রাম থেকে এবারের হজ ফ্লাইট চালু হচ্ছে ১৪ মে। এদিন ভোর ৩টা ৫০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। এই ফ্লাইটে মদিনা যাবেন ৪১৯ হজযাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন। তিনি জানান, ১৪ মে ভোর ৩টা ৫০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট যাত্রা করবে।

আরও পড়ুন :  চট্টগ্রামের সরকারি স্কুলে আসনের ৬২ গুণ ভর্তির আবেদন!

যদিও ১৩ মে থেকেই হজযাত্রীদের সৌদি আরব যাত্রার আনুষ্ঠানিকতা শুরু হবে। বাংলাদেশ বিমানের বোয়িং ৭১৭ যোগে ৪১৯ যাত্রী প্রথম ফ্লাইটে মদিনা যাবেন।

চলতি বছর হজযাত্রী পরিবহনে চট্টগ্রাম থেকে সৌদি আরবে সরাসরি ২২টি ফ্লাইট পরিচালনা করা হবে। যা গত বছরের তুলনায় কম। ২০২৩ সালে হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সৌদি আরবে সরাসরি ২৬টি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান।

আরও পড়ুন :  আইনজীবী না থাকায় চিন্ময়ের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

আগামী ৯ মে বাংলাদেশ (ঢাকা) থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। ৮ মে বাংলাদেশিদের হজযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৬ জুন পালিত হতে পারে পবিত্র হজ।

ঈশান/সুপ/সউ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page