বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪

ফের ট্রেনে আগুন, ৫ জনের মৃত্যু

ফের ট্রেনে আগুন, ৫ জনের মৃত্যু
print news

“ট্রেনটিতে আগুন লাগে সায়েদাবাদ এলাকায়। ট্রেন পরিচালক সেটি কখন টের পেয়েছেন বা তিনি কখন চালককে এই কথা জানিয়েছেন, তা রেল পুলিশ তদন্ত করছে। ট্রেনে আগুন লাগলে চালকের তা বুঝতে কিছুক্ষণ সময় লাগে। আমরা সবকিছু তদন্ত করব”-র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির ৫টি বগি একেবারে পুড়ে গেছে এ ঘটনায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বেশ কয়েকজনের দগ্ধ হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা

তিনি বলেন, র‌্যাব-বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ট্রেনের ‘চ’ বগি থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছেন। পরে আরও একজনের মরদেহ উদ্ধারের কথাও জানান তিনি।

তিনি বলেন, রাত সোয়া ৯টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। আগুন কীভাবে লেগেছে, এটি নাশকতা কী না, তা র‌্যাবের গোয়েন্দারা তদন্ত করছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ট্রেনটিতে আগুন লাগে সায়েদাবাদ এলাকায়। ট্রেন পরিচালক সেটি কখন টের পেয়েছেন বা তিনি কখন চালককে এই কথা জানিয়েছেন, তা রেল পুলিশ তদন্ত করছে। ট্রেনে আগুন লাগলে চালকের তা বুঝতে কিছুক্ষণ সময় লাগে। আমরা সবকিছু তদন্ত করব।

এই বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, বেনাপোল এক্সপ্রেসের ৫টি বগি একেবারে পুড়ে গেছে। ভয়াবহ অবস্থা। ভিতরে কী ঘটেছে বলা যাচ্ছে না। আমরা আগুন নির্বাপনে কাজ করছি।

এদিকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী এলাকায় পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এছাড়া একই দিন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আমুলিয়া এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ডেমরা থানার ডিউটি অফিসার এস আই মাজহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

উল্লেখ্য, ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো। গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা ও শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page