বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪

ইরানে পাঁচ দিনের শোক, মোখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট

ইরানে পাঁচ দিনের শোক, মোখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট
print news

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহেতর ঘটনায় দেশটিতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবার।

সোমবার (২০ মে) দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ ঘোষণা দেন। পাশাপাশি দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে ইরানের মন্ত্রিসভা।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা

মোখবার আগামী ৫০ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘ইরনা’কে দেওয়া এক বিবৃতিতে আলি খামেনি বলেন, আমি পাঁচ দিনের শোক ঘোষণা করছি এবং ইরানের প্রিয় জনগণের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।

মোখবার নির্বাহী শাখা পরিচালনা করবেন এবং আইন ও বিচার বিভাগীয় শাখা প্রধানদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় নির্বাচনের আয়োজন করবেন।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা

এদিকে প্রয়াত প্রেসিডেন্ট রাইসিসহ নিহতদের দাফনকাজ তাবরিজ শহরে মঙ্গলবার (২১ মে) সম্পন্ন হবে।  সূত্র: রয়টার্স এ বিবিসি

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page