সিরিজের আগে হট ফেভারিট ছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের টানা দুই ম্যাচ জিতে সেটা বজায় রাখল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে হারাল ৫ উইকেটে। মিরপুরের হোম অব ক্রিকেটে আয়ারল্যান্ড ১৯৩ রান তুলেছিল। রান তাড়ায় নেমে বাংলাদেশ যে কায়দায় ৫ উইকেটে ম্যাচ জিতলো তাকে বলা যায়, একেবারে হেসে খেলে জয়।
ওপেনার ফারজানা হক ৫০ রান করলেন। মিডলঅর্ডারে শারমিন সুপ্তা, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার রান পেলেন। এই চার ব্যাটারের কল্যানে বাংলাদেশ পেল ৫ উইকেটের সহজ জয়।
ফারজানা হক ৮৯ বলে ৫০ রান করে আউট হলে দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শারমিন সুপ্তা। দারুণ ফর্মে থাকা সুপ্তা সিরিজে টানা দ্বিতীয় হাফসেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু হাফসেঞ্চুরি থেকে সামান্য দুরে থামতে হয় তাকে। ৬৩ বলে তার ৪৩ রান অবশ্য বাংলাদেশকে তখন জয়ের স্বপ্ন দেখাচ্ছে বেশ জোরেশোরে।
অধিনায়ক জ্যোতি ও সুপ্তার সেই জুটিতে বাংলাদেশ বড় জয়ের মুল কাজটা সেরে নিল। জ্যোতি পারফেক্ট ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ৩৯ বলে ৪০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন। যেভাবে খেলছিলেন অধিনায়ক তাতে হচ্ছিল ম্যাচ শেষ করেই ফিরছেন তিনি। কিন্তু শেষের দিকে একটু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট হারান তিনি। তার আউট অবশ্য বাংলাদেশকে দলকে তেমন ভোগায়নি।
স্বর্ণা আক্তার ব্যাট হাতে এই ম্যাচে ফিনিসারের দায়িত্ব পালন করলেন। ২৯ বলে তার ২৯ রান বাংলাদেশকে সহজ জয়ের আনন্দ এনে দিল। ৪৩.৪ ওভারে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে টপকে গেল আয়ারল্যান্ডের স্কোর। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। আয়ারল্যান্ডকে সিরিজে হোয়াইট ওয়াশ করার সুযোগ নিতেই সেই ম্যাচে নামবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ১৯৩। বাংলাদেশ ১৯৪/৫ (৪৩.৪ ওভারে, ফারজানা ৫০, সুপ্তা ৪৩, জ্যোতি ৪০, স্বর্ণা ২৯*। ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।