বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪

প্রচ্ছদ /

লাখ টাকা পুরস্কার ঘোষণা

‘ভুল করো না’ গানে মুগ্ধ তামিম ইকবাল

print news

কথা হবে ভেবে, ভুল করো না, কথা হবে না, আর হবে না। দেখা হবে ভেবে, ভুল করো না, দেখা হবে না, আর হবে না। বিদায় বন্ধু বিদায়”-এমন কথায় রক ঘরানার গানটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মাঝে আলোড়ন তুলেছে।

শুধু তাই নয়, গানটি ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবালেরও।  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গানটি শেয়ার করে তামিম লেখেন- ‘অসাধারণ কথা, সুর ও গায়কী! কম্পোজিশন! এমন গান ভাইরাল হোক। শুভ কামনা রইল।’

গানটিকে কেন্দ্র করে একটি ‘মিউজিক কুইজ’ এর আয়োজন করেছে চ্যানেল আই ও গানবাংলা। পুরস্কার ঘোষণা করা হয়েছে এক লাখ টাকা। এই প্রথম কোন গানের প্রজেক্টে এক হলো দেশের জনপ্রিয় চ্যানেল দুটি।

ইতিমধ্যেই প্রায় লাখো দর্শক গানটি নানা মাধ্যমে উপভোগ করেছেন। কুইজে জানতে চাওয়া হয়েছে- গানটি কে গেয়েছেন? গানটি  কে লিখেছেন? গানটি কে সুর করেছেন? কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশিত হতে যাচ্ছে? সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে আগামী ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত। এরপরই জানা যাবে গানটি কার।

সঠিক উত্তর লিখে নিজের নাম ও মোবাইল নাম্বারসহ পাঠাতে হবে bhulkorona@gmail.com- এই মেইল এড্রেসে।

গানের লিংক

https://www.facebook.com/channelitv/videos/160212146989247

https://www.facebook.com/GaanBangla.tv/posts/pfbid0SBc2UHGuoJp8kJPNhAJCfZCXRsxKmYuDNFMAYpv6PpMzj9suuAEBS6UmSWx1pG2Vl

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page