বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪

বলের আঘাতে রক্তাক্ত মোস্তাফিজ, হাসপাতালে ভর্তি

বলের আঘাতে রক্তাক্ত মোস্তাফিজ, হাসপাতালে ভর্তি
print news

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রবিবার কোনো ম্যাচ ছিল না। তাই অন্যান্য দলগুলোর মতো রুটিন অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। দলীয় অনুশীলনের অংশ হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে বল করছিলেন মোস্তাফিজুর রহমান।

একটি ডেলিভারির পর রানআপে ফিরছিলেন মোস্তাফিজ। এ সময় তাকে ডাকেন প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ডাকে সাড়া দিয়ে কোচের দিকে যাওয়ার সময় আরেক নেট থেকে উড়ে আসা একটি বল লাগে মোস্তাফিজের মাথার বাঁ দিকে। বলটি করেছেন উইন্ডিজ ক্রিকেটার ম্যাথিউ ফোর্ড।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা

ক্যারিবীয় এই ক্রিকেটারের বলের আঘাতে মোস্তাফিজের মাথা ফেটে রক্ত বের হয়। সঙ্গে সঙ্গে মাথা ধরে মাটিতে বসে পড়েন মোস্তাফিজ। এরপর কিছুক্ষণ মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই কাটার মাস্টারকে। প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মহানগরীর ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এমন তথ্য জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজল। তিনি জানান, চট্টগ্রাম মহানগরীর ইম্পেরিয়াল হাসপাতালে মুস্তাফিজের সিটি স্ক্যান করা হয়েছে। তাতে মিলেছে সুখবর। মাথার ভেতরে রক্তক্ষরণের মতো কোনো ঘটনা ঘটেনি। ইনজুরি যা হওয়ার মাথার বাইরের দিকেই হয়েছে। তবে মাথা ফেটে যাওয়ায় একাধিক সেলাই লেগেছে চোট পাওয়া জায়গায়। ব্যান্ডেজ দেওয়ার পরপরই রক্তপাত বন্ধ হয়ে গেছে। সে এখন শঙ্কামুক্ত।

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

জাহিদুল ইসলাম আরও জানান, মোস্তাফিজের অবস্থা এখন অনেকটাই ভালো। বড় ধরনের ইনজুরির আশঙ্কা করা হলেও কেবল বাহ্যিকভাবেই আঘাত পেয়েছেন তিনি। সিটি স্ক্যান করার পর আমরা সন্তুষ্ট। তার অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয়নি, অভ্যন্তরীণ রক্তপাতও হচ্ছে না। তাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন গণমাধ্যমকে বলেন, বল মাথায় লেগেছে। এরপরও সে স্বাভাবিকভাবে কথা বলেছে। হাসপাতালে তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই আছে।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা

উল্লেখ্য, বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত কুমিল্লার হয়ে ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। বল হাতে নিয়েছেন ১১ উইকেট। সে হিসেবে সময়টা ভালোই কাটছিলেন মোস্তাফিজ।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page