বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪

মোস্তাফিজের মাথায় ৫ সেলাই, বিপিএল খেলা নিয়ে শঙ্কা

মোস্তাফিজের মাথায় ৫ সেলাই, বিপিএল খেলা নিয়ে শঙ্কা
print news

বিপিএলের চলতি আসরে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উঠে দাঁড়াতে না পারলে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

রোববার ইম্পেরিয়াল হাসপাতাল থেকে মোস্তাফিজের স্ক্যান করার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও জাহিদুল ইসলাম জানিয়েছেন, মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে। যেখানে পাঁচটা সেলাই রেগেছে। অভ্যন্তরীণ কোনো চোট নেই।

তবে মোস্তাফিজকে নিয়ে এখন বিসিবির মেডিকেল বিভাগের দুশ্চিন্তা তার মাথায় বলের আঘাত পাওয়া নিয়ে। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, মোস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।

আরও পড়ুন :  চট্টগ্রামের সরকারি স্কুলে আসনের ৬২ গুণ ভর্তির আবেদন!

মাথায় এমন চোটের পর মোস্তাফিজ বিপিএল খেলতে পারবে কিনা?- এমন প্রশ্নের উত্তরে দেবাশিষ চৌধুরী বলেছেন, খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট। সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪-৫ দিন খেলতে নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা।

আরও পড়ুন :  শান্তিচুক্তির ২৭ বছরেও পাহাড়ে অশান্তি, চুক্তির মুলে নোবেল পুরুস্কারের লোভ

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল অনুশীলন করছিল। মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই মাথায় চোট পান। বল করে রান আপ নিতে ফিরছিলেন তিনি। মাথা ঘোরানোর সময়ই বল মোস্তাফিজের মাথার বাঁ দিকে আঘাত করে। বলের আঘাতে মোস্তাফিজের মাথা ফেটে গেছে।

রক্ত বন্ধ করতে মাঠেই কুমিল্লার চিকিৎসক দল মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করেন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আরও পড়ুন :  সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page