“নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থক স্বেচ্ছাসেবক লীগ নেতা সজীব প্রার্থীর প্রচারণা শেষ করে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় গৈড়লার টেক এলাকায় সজীবকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্নকভাবে রক্তাক্ত করা হয়। এক পর্যায়ে তার মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।”
চট্টগ্রামের পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক স¤পাদক ও নৌকার সমর্থক এসএম ফখরুল আলম সজীবকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তার বাইকটিও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় নৌকার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে পটিয়া গৈড়লার টেক এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চৌধুরীর সমর্থকদের দায়ী করেছে তার পরিবার।
সজীবের পরিবার সূত্র জানায়, নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থক স্বেচ্ছাসেবক লীগ নেতা সজীব প্রার্থীর প্রচারণা শেষ করে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় গৈড়লার টেক এলাকায় সজীবকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্নকভাবে রক্তাক্ত করা হয়। এক পর্যায়ে তার মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।
পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা বলেন, নৌকার প্রার্থীর প্রচার কাজ শেষ করে সজীব তার গ্রামের বাড়িতে ফেরার সময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন তাকে কুপিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা এলাকায় বেপরোয়া।
পটিয়া থানার ওসি জসীম উদ্দিন বলেন, কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতরা যেই হোক তাদের গ্রেপ্তার করা হবে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হকের নির্বাচন সমন্বয়কারী নাজমুল করিম চৌধুরী শারুন বলেন, এ অভিযোগ মোটেও সত্য নয়। আমাদের কোনো সমর্থক এ ধরনের কাজে জড়িত নয়। বরং পটিয়ায় আমাদের সমর্থকদের ওপর নৌকার লোকজন হামলা করেছে। প্রচার চালাতে বাধা দিয়েছে। বৃহ¯পতিবারও তিনজনকে তারা ছুরিকাঘাত করেছে।
ঈশান/মখ/মউ