“দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে এই ছবি ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া নোটটির ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের ধারণা, মূলত কালোটাকা দিয়ে ভোট কেনা হচ্ছে—এমন বিষয়টি বোঝাতে ফেসবুকে ছবিটি ছড়ানো হয়। যদিও এই টাকার অস্তিত্ব নিয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি”
নৌকা প্রতীকের সিলসহ ১০০০ টাকার একটি নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিতে নোটের উল্টো পিঠে থাকা প্রতীকের নিচে লেখা আছে হলদিয়াপালং ইউনিয়ন। একটি সাদা কাগজের ওপরে রাখা ছিল এই নোট এবং কাগজে লেখা ছিল ৩ নম্বর ওয়ার্ড-১২০০ জন।
আর এই ইউনিয়ন কক্সবাজার-৪ আসনের অন্তর্ভুক্ত। এ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য ও আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার। তার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে এই ছবি ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া নোটটির ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের ধারণা, মূলত কালোটাকা দিয়ে ভোট কেনা হচ্ছে—এমন বিষয়টি বোঝাতে ফেসবুকে ছবিটি ছড়ানো হয়। যদিও এই টাকার অস্তিত্ব নিয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি।
ফেসবুকে টাকার ছবি ছড়ানোর বিষয়টি সত্য নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ফেসবুকে টাকার ছবিটি দেখেছি। আমরা বিষয়টির ব্যাপারে খোঁজ নিয়েছি। বাস্তবে এখন পর্যন্ত নোটটির কোনো অস্তিত্ব মেলেনি এবং কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি।
কালো টাকা ছড়ানোসহ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে কোনো অপতৎপরতার তথ্য থাকলে অভিযোগ দেওয়ার অনুরোধ করেন ইউএনও এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী শাহীন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী নুরুল বশরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন ধরেননি।
ঈশান/খম/সুম