সোমবার- ৯ই সেপ্টেম্বর, ২০২৪

শাহ আমানতে বিমানে পাওয়া গেল সাড়ে ৪ কেজি স্বর্ণালঙ্কার

print news

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের সিটের নিচে পাওয়া গেল সাড়ে ৪ কেজি স্বর্ণালঙ্কার। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লক্ষ ৭১ হাজার ৩৬০ টাকা।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ। তিনি বলেন, শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ইএ-১৫২ থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৮টা ৪০ মিনিটে যৌথ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে বলে জানান উইং কমান্ডার তাসনিম আহমেদ।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

error: Content is protected !!