বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪

ভারতের কাছে হার দিয়ে শুরু টাইগারদের যুব বিশ্বকাপ মিশন

ভারতের কাছে হার দিয়ে শুরু টাইগারদের যুব বিশ্বকাপ মিশন
print news

কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরাতে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার সেই ভারতের কাছে হার দিয়ে শুরু তাদের যুব বিশ্বকাপ মিশন।

শনিবার (২০ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লমফন্টেইনে টাইগার যুবাদের লড়াইটা শুরু হয় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এদিন টসে জিতে ভারতেকে ব্যাটিংয়ে পাঠায় যুব টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

আগে ব্যাট করতে নেমে আদর্শ সিং ও অধিনায়ক উদয় শাহরানের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারের ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের সংগ্রহ পায় ভারতীয় যুবরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.৫ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় টাইগার যুবরা। এতে ৮৪ রানের বিশাল জয়ে যুব বিশ্বকাপের উড়ন্ত সূচনা করলো পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত।

ভারতের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে আসেন আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। এই দুই ওপেনারে ভালো শুরুর পায় টাইগাররা। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি; পাওয়ার প্লের ৬.৩ ওভারে দলীয় ৩৮ রানে জিশান আউট হলে ভাঙে এই জুটি। এরপর দ্বিতীয় উইকেটে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান উইকেটে থিতু হতে পারেনি বেশিক্ষণ। দলীয় ৩৯ রানে শূন্য করে প্যাভিলিয়নের পথ ধরেন।

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

এরপর দলের ১১ রান যোগ করতে আরো দুই উইকেট হারিয়ে চাপে পরে টাইগাররা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আরিফুল ইসলাম ও শিহাব জেমসের ব্যাটে চাপ সামলিয়ে রান তুলে টাইগাররা। তবে দলীয় ১২৭ রানে আরিফ আউট হলে ভাঙে এই জুটি। সাজঘরে যাবার আগে ৭১ বলে ৪১ করেন তিনি। এরপর তাসের ঘরের মতো উইকেট পরতে থাকে টাইগারদের; মাঝে শিহাবের ৭৭ বলে ৫৪ রানের ইনিংস টাইগারদের হারের ব্যবধান কমিয়েছে।

শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ যুবদের ইনংস। এতে ৮৪ রানের বিশাল জয়ে যুব বিশ্বকাপের উড়ন্ত সূচনা করলো পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। ম্যান ইন ব্লুদের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সামি পান্ডে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের হয়ে ইনিংস শুরু করতে আসেন আরশিন কুলকার্নি ও আদর্শ সিং। ব্যাট হাতে ভালো শুরু করেছিল তারা দুজন। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন মারুফ মৃধা। ম্যাচের চতুর্থ ওভারে উইকেটের পেছনে শিবলির ক্যাচ বানিয়ে কুলকার্নিকে সাজঘরের পথ দেখান মারুফ।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা

দ্বিতীয় উইকেটে ভারতের হয়ে ব্যাটিংয়ে আসেন মুশের খান। তাকে নিয়ে শুরুর ধাক্কা সামল দিচ্ছেলেন আদর্শ। তবে ইনিংসের সপ্তম ওভারে বিপত্তিটা ঘটে বাংলাদেশের সাথে। ইকবাল হোসেনের বলে স্লিপে আউট হয়ে থাকেন আদার্শ। টাইগার যুবরা যখন উল্লাস করবে এমন সময় আম্পায়ার ডোনোভান সংকেত দেখান নো বলের।

তবে ক্রিকেট ভিত্তিক ওয়েব সাইট ক্রিকবাজের তথ্য অনিসারে, আম্পায়ার ওভারস্টেপসের জন্য নো বল দিলেও টেলিভিশন রিপ্লেতে দেখা যায় তার বুট পপিং ক্রিজের অনেকটা ভেতরে ছিল। ফলে আম্পায়ারের বাজে সিদ্ধান্তে বৈধ বল করেও উইকেট থেকে বঞ্চিত হয়েছে টাইগার যুবারা। এদিকে এই তারকা বঞ্চিত হলেও পরের ওভারে উইকেট তুলে নেন দুর্দান্ত বোলিং করা মারুফ মৃধা। ভারতের দলীয় ৩১ রানে মুশের খানকে সাজঘরে ফেরান এই যুব তারকা।

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

এরপর তৃতীয় উইকেটে ব্যাট করতে নামেন অধিনায়ক উদয় শাহরান। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামলিয়ে জুটি গড়েন ওপেনার আদর্শ। এই দুই জনের শতরানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ম্যান ইন ব্লুরা। তবে দলীয় ১৪৭ রানে আদর্শ সিং আউট হলে ভাঙে ১১৬ রানের এই জুটি। সাজঘরে ফেরার আগে ৬ চারে ৯৬ বলে ৭৬ রান করেন তিনি।

চতুর্থ উইকেটে ভারতের হয়ে ব্যাট করতে আসেন প্রিয়াংশু মলিয়া। তাকে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায় উদয়। তবে সঙ্গীকে হারিয়ে উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার। দলীয় ১৬৯ রানে আউট হয়ে সাজঘরে ফেরন তিনি। যাবার আগে ৪ চারে ৯৪ বলে ৬৪ রান করেন উদয়। এরপর শেষ দিকে মলিয়ার ২৩ ও দাসের ২৬ রানের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৫ উইকেট নেন মারুফ মৃধা।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page