বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪

সংসার ভাঙল কেন ভিডিও বার্তায় জানালেন মাহি

সংসার ভাঙল কেন ভিডিও বার্তায় জানালেন মাহি
print news

চিত্রনায়িকা মাহিয়া মাহি সংসার ভাঙনের গুঞ্জন চলছিল বেশকিছুদিন ধরেই। অবশেষে তা বাস্তবে রূপ নিয়েছে। তবে সংসার ভাঙল কেন  নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় জানালেন মাহিয়া মাহি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৪৯ মিনিটে আমার ফারিশ কলিজাকে দোয়া করে দিবেন সবাই… ক্যাপশনে একটি ভিডিও বার্তা পোস্ট করেন মাহি।

ভিডিওতে তিনি জানান, ইতোমধ্যে তারা উভয়েই আলাদা থাকছেন। তবে ভিডিওর কোথাও স্বামী রাকিবের ব্যাপারে নেতিবাচক কথা বলেননি মাহি। ৮ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওর শুরুতে তিনি বলেন, আজকে এমন একটা ভিডিও করতে হবে আর সেটা আমার করতে হবে বিষয়টা আমি ভাবিনি। আমার মনে হয়েছে যে না এটা আসলে সবাইকে বলাটা এখন সময় হয়েছে। কারণ আমাদের নিজেদের ভালোর জন্যই আমার মনে হয় এটা বলা উচিত, সবার জানা উচিত।

আরও পড়ুন :  আইনজীবী না থাকায় চিন্ময়ের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

তিনি আরও বলেন, আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্টেন্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য না। সে খুব ভালো একজন মানুষ। খুবই পরোপকারী একজন মানুষ। খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি। সে আমার অনেক যত্ন নিয়েছে, আমারও অনেক টেক কেয়ার করেছে, আমার পুরো পরিবারের মানুষকে সম্পর্ক করেছে। যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।

আরও পড়ুন :  চট্টগ্রামের সরকারি স্কুলে আসনের ৬২ গুণ ভর্তির আবেদন!

মাহি বলেন, একটা ছাদের নিচে দুটো মানুষ কেনো আসলে ভালো নেই। এটা ঐ দুটো মানুষই কেবল ভালো বলতে পারে। ওরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের সমস্যা বুঝতেও পারবে না সমাধানও করতে পারবে না। আমরা দু’জন মিলেই আমাদের সম্পর্ক যেটা ছিল সে সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানিয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আলাদা হব। আমরা আলাদা আছি অনেকদিন যাবত। হয়ত খুব দ্রুতই এটার একটা ইনডিং হবে। আমরা দুজন মিলেই এটা ঠিক করব যে, এটা কিভাবে শেষ হবে।

ভিডিওর একপর্যায়ে মাহি তার সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে নেটিজেনদে উদ্দেশ্যে বলেন, ও হয়তো এখন এসব বুঝতে পারে না, কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

আরও পড়ুন :  সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের

উল্লেখ্য, এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিবাহ। এর আগে তিনি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন। ৫ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিবাহিত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। তার আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে পুত্রসন্তান ফারিশ রয়েছে।

ঈশান/খম/সুপ

আরও পড়ুন

You cannot copy content of this page