বৃহস্পতিবার- ১০ই অক্টোবর, ২০২৪

পবিত্র শবে বরাত নিয়ে বাজে মন্তব্য

চট্টগ্রামে শায়েখ আকরামুজ্জামানের বিরুদ্ধে জিডি

চট্টগ্রামে শায়েখ আকরামুজ্জামানের বিরুদ্ধে জিডি
print news

পবিত্র শবে বরাত নিয়ে বাজে মন্তব্য করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল’ হয়েছেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী। সেই ইসলামী বক্তার বিরুদ্ধে চট্টগ্রামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম মহানগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবি প্রভাষক আবুল আসাদ মোহাম্মদ জুবাইর।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর পাঁচলাইশ থানায় উপস্থিত হয়ে আকরামুজ্জামান বিন আবদুস সালাম মাদানীর বিরুদ্ধে মামলা করার পরামর্শ চান পুলিশের। এ সময় পুলিশ কর্মকর্তাদের কথামতো মামলার পরিবর্তে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মাওলানা আবুল আসাদ।

এ প্রসঙ্গে জানতে চাইলে আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর বলেন, পবিত্র শবে বরাত মুসলিম উম্মাহর একটি পবিত্র দিন। ভাগ্য রজনীর দিন, সৃষ্টিকর্তার কাছ থেকে ক্ষমা পাওয়ার দিন। এই দিনকে নিয়ে শায়েখ আকরামুজ্জামানের মন্তব্য শুধু ধর্মদ্রোহিতা নয়; রাষ্ট্রদ্রোহিতাও বটে।

কোনো একটি গোষ্ঠীর ইন্ধনে পবিত্র ইসলাম ধর্ম নিয়ে নানা ষড়যন্ত্রের পাঁয়তারা করছেন আকরামুজ্জান গং। বিষয়টি সরকারের খতিয়ে দেখা জরুরি। পুলিশের পরামর্শে আমি থানায় মামলার পরিবর্তে সাধারণ ডায়েরি করেছি।’

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ চাকমা বলেন, ‘আমরা সাধারণ ডায়েরি রেকর্ড করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, আবুল আসাদ মোহাম্মদ জুবাইর আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, ষোলশহর দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের খতিব এবং সুন্নি নুরানী বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান।

উল্লেখ্য, সম্প্রতি শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে এই ইসলামী বক্তা পবিত্র শবে বরাতের রাতকে ঘিরে নানা অশালীন মন্তব্য করেছেন। এতে করে ক্ষোভে ফুঁসছে ধর্মপ্রাণ সাধারণ মানুষ।

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page