বৃহস্পতিবার- ১০ই অক্টোবর, ২০২৪

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ১৫

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ১৫
print news

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোশাররফ মিয়ার বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাজারের একটি দোকানের পেছনে আবর্জনার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয় এবং পাশের একটি দোকান ও গ্যারেজকে গ্রাস করে। স্থানীয়রা কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে।

পরে গ্যারেজে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উত্তেজিত জনতার অন্তত ১৫ জন আহত হয়। আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে একজন মারা যান। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাঁশখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page