বৃহস্পতিবার- ১৬ জানুয়ারি, ২০২৫

অনলাইন জুয়ায় জড়ালেন জান্নাতুল পিয়াও!

অনলাইন জুয়ায় জড়ালেন জান্নাতুল পিয়াও!
print news

নলাইন জুয়া কাণ্ডে নাম জড়িয়েছে মাহিয়া মাহি, পরীমণি, শবনম বুবলীসহ দেশের কয়েকজন তারকা। এবার নাম উঠল মডেল অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল পিয়ার। সদ্য শুরু হওয়া বিপিএলকে ঘিরে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় তৈরি অনুষ্ঠানে কথা বলতে দেখা গেছে তাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাতুল পিয়া যেই জুয়ার অ্যাপের টি–শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি, যা ১০ বছর আগে চালু হয়।

বিষয়টি নিয়ে পিয়াকে সংবাদমাধ্যম প্রশ্ন ছুড়ে দেয়, অভিনয়শিল্পী ও মডেলের পাশাপাশি আপনি একজন আইনজীবী। দেশের প্রচলিত আইন সম্পর্কেও আপনি অবগত। এরপরও জড়ালেন অনলাইন জুয়া অ্যাপের সঙ্গে। এভাবে জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়া প্রসঙ্গে আপনার বক্তব্য কী?

তবে ঝেড়ে কাশেননি পিয়া। তিনি বলেছেন, ‘আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।’

এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপসে বা ডিভাইস তৈরি করে বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহে প্রদানের জন্য বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। এরপরও জান্নাতুল পিয়া একজন আইনজীবী হয়েও জড়ালেন অনলাইন জুয়া অ্যাপের সঙ্গে।

গেল নভেম্বরে জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন বুবলী। জানিয়েছেন, সেই জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার খবরও।

প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলীকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি বুবলী।….একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ? অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলের নিয়ে যাওয়ার জন্য।…শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া কোরো না।….জেতার আনন্দ উপভোগ করো, নিরাপত্তার স্বার্থে।…যেখানে খেলা শুধু জেতার জন্য।’

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়