শনিবার- ২৬ এপ্রিল, ২০২৫

অবশেষে রেলের ঘুষখোর কিবরিয়ার শাস্তিমূলক বদলি

অবশেষে রেলের ঘুষখোর সেই কিবরিয়ার শাস্তিমূলক বদলি

রেলের আউটসোর্সিং শ্রমিকদের ভাল জায়গায় পোস্টিংয়ের প্রলোভন দেখিয়ে ২ থেকে ৫ পাঁচ হাজার টাকা ঘুষ হাতিয়ে নেওয়া রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) সেই স্টোনো গোলাম কিবরিয়াকে ওই দপ্তর থেকে বিভাগীয় ভুÑসম্পত্তি অফিসে বদলি করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর বুধবার পাঠকপ্রিয় দৈনিক ঈশানে ‘রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর গোলাম কিবরিয়াকে বদলি করে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

ফলে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বদলির আদেশপত্র নিয়ে বিভাগীয় ভু-সম্পত্তি বিভাগে যোগদান করেন গোলাম কিবরিয়া। বিভাগীয় ভু-সম্পত্তি বিভাগের বড় বাবু ইশতিয়াক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি এমন ঘুষখোর লোককে এ বিভাগে বদলি করায় উদ্বেগ প্রকাশ করেছেন।

বদলির সত্যতা স্বীকার করেছেন স্বয়ং গোলাম কিবরিয়াও। তিনি বলেন, সংবাদ প্রকাশের কারণে আমার বদলি হয়েছে। তবে এমনভাবে বদলি হবো সেটা কল্পনা করিনি। গোলাম কিবরিয়া বলের, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ডিসিও তৌষিয়া ম্যাডাম আমাকে ডেকে বদলির অর্ডার হাতে ধরিয়ে দেন। একই সাথে স্ট্যান্ড রিলিজও করেন।

আক্ষেপ করে গোলাম কিবরিয়া বলেন, রেলে দূর্নীতি কে করে না, সবাই যা করে এর ব্ইারে তো আমি কিছুই করিনি। তাহলে শাস্তি শুধু আমি একা পেয়েছি কেন? আমাকে এমন জায়গায় বদলি করা হয়েছে, যেখানে হাত গুটিয়ে বসা থাকা ছাড়া কোন উপায় নেই।

এদিকে বদলির পর হতাশায় ডুবে থাকা গোলাম কিবরিয়ার সাথে ফাইলের কাজ শেষ না করা নিয়ে একাধিক রেলওয়ে কর্মচারি ও সাপ্লাইয়ারের বাকবিতন্ডা হতে দেখা যায় বৃহস্পতিবার বিকেলে। এর মধ্যে রেলের একজন কর্মচারি বলেন, আমার মাইলেজের একটি ফাইল রয়েছে তার হাতে। ফাইলের কাজটি করে দিতে তাকে টাকাও দিয়েছি। কিন্তু সে এখনো কাজটি করেনি। এখন শুনছি তাকে ট্রান্সপার করা হয়েছে।

একই সময়ে তর্কাতর্কি করতে দেখা গেছে এক সাপ্লাইয়ারের সাথেও। ওই সাপ্লাইয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাই পাবলিকের দিকে একটু দেইখেন। দায়িত্ব নিলে সেটা ঠিকমত কইরেন। তা নাহলে সমস্যা হবে, এটা মাথায় রাইখেন। এ সময় গোলাম কিবরিয়া বলেন, ভাই আমার বদলি হয়ে গেছে। সে কারণে আমি কোন কাজ করছি না। সেখানে আমি আর কোন কাজ করব না।

উল্লেখ্য, লাখ টাকা ঘুষের বিনিময়ে নিয়োগ পাওয়া শতাধিক আউটসোর্সিং শ্রমিকদের কাছ থেকে ভাল জায়গায় পোস্টিংয়ের নামে ২ থেকে ৫ হাজার টাকা ঘুষ আদায় করেন গোলাম কিবরিয়া। এছাড়া মাইলেজ চুরি ও সাপ্লাই কাজের ফাইল থেকে মোটা অঙ্কের কমিশন আদায়, ভুয়া সাপ্লাই কাজ দেখিয়ে সরকারি বরাদ্দ তছরুপ, তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারিদের বার্ষিক ইউনিফর্ম (পোশাক, টুপি, জুতা, টর্চলাইটসহ নানা উপকরণ) বিতরণের বরাদ্দ থেকে মাথাপিছু অর্থ হাতিয়ে নেওয়া বা আত্নসাৎসহ নানা খাত থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। অবশ্যই এর পেছনে নিরব সমর্থন রয়েছে ডিসিওর।

কারণ ডিসিওর নানা দূর্নীতির সহযোগী এই গোলাম কিবরিয়া। কথিত আছে, কমিশন বাণিজ্যসহ ডিসিওর নানা কাজের দূর্নীতির টাকা যায় গোলাম কিবরিয়ার হাতে। যার কারণে ডিসিওর দূর্নীতির বিষয়ে সরাসরি মুখ খুলে কিছুই বলতে পারে না কেউ। তুষের আগুন জ্বলে শুধু ভুক্তভোগী ঠিকাদার-সাপ্লাইয়ারদের অন্তরে। আর গোলাম কিবরিয়া সবার কাছে বলে বেড়ায় ডিসিও খুব ভালো মানুষ। এমন প্রশংসা চলছে সিআরবি থেকে সদ্য বদলি হয়ে আসা বর্তমান ডিসিও তৌষিয়া আহমেদের। একই প্রশংসা চলেছে বিদায়ি ডিসিও তারেক ইমরানের ক্ষেত্রেও। এ কাজে আখেরে লাভ গোলাম কিবরিয়ার। স্টোনো হিসেবে বহাল থেকে তিনি নির্বিঘ্নে চালিয়ে যান ঘুষ বাণিজ্য।

ঠিকাদার-সাপ্লাইয়ারদের ক্ষোভের মুখে সম্প্রতি ডিসিওর দপ্তর থেকে তাকে একই ভবনের পার্শ্ববর্তি বিভাগীয় ভুমি দপ্তরে বদলি করা হলেও তা ঠেকিয়ে তিনি পুনরায় ফিরে আসেন ডিসিওর সেই পূরণো চেয়ারে। যেখানে বসেই বেপেরোয়া ঘুষ বাণিজ্য চালাচ্ছেন গোলাম কিবরিয়া। বদলি ঠেকাতে রেলওয়ে পূর্বাঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাকেও লাখ টাকা ঘুষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুধু তাই নয়, গোলাম কিবরিয়া রেলওয়ে পূর্বাঞ্চলের উর্ধ্বতন মহলকে খুশি রেখে চট্টগ্রাম মহানগরীর আমবাগান এলাকায় রেলের বিপুল জমি অবৈধভাবে দখল করে ভাড়াঘর বাণিজ্যও চালাচ্ছেন। যেখান থেকে ভাড়া বাবদ তার মাসিক আয় লাখ টাকারও বেশি।

এ বিষয়ে ডিসিও অফিসের স্টোনো গোলাম কিবরিয়া বলেন, ভাল জায়গায় পোস্টিংয়ের জন্য ২ হাজার টাকা করে নেওয়ার কথা হয়েছে আউটসোর্সিং শ্রমিকদের সাথে। কিন্তু এই টাকা নেওয়া হয়েছে কি না, সেটা আমার জানা নেই। এসবের সাথে আম জড়িত নই। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী একাধিক আউটসোর্সিং শ্রমিক নিশ্চিত করেছেন. প্রত্যেকের কাছ থেকে গোলাম কিবরিয়া ঘুষের এই টাকা নিয়েছেন। প্রয়োজন হলে গোপনীয়তার শর্তে এই প্রতিবেদকের উপস্থিতিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘুষ দেওয়ার প্রমাণও দিবেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page