বৃহস্পতিবার- ১৬ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামের সরকারি স্কুলে আসনের ৬২ গুণ ভর্তির আবেদন!

চট্টগ্রামের সরকারি স্কুলে আসনের ৬২ গুণ ভর্তির আবেদন!
print news

ট্টগ্রামের সরকারি স্কুলগুলোতে অনলাইনে ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে গত শনিবার। নগরীর ১০টি সরকারি স্কুলের মাত্র ২ হাজার ২৩৬টি খালি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৩৬টি। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্য আবেদন করেছে প্রায় ৬২ জন শিক্ষার্থী!

সবচেয়ে বেশি আবেদন পড়েছে গভ. মুসলিম হাইস্কুলে। ৩২৬টি আসনের বিপরীতে এ স্কুলে আবেদন করেছে ২২ হাজার ৭৬৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, যেখানে ২১৬ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ২৫৯টি।

গত চার বছরের ধারাবাহিকতায় এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থীদের স্কুল নির্ধারণ করা হবে। আগামী ১২ ডিসেম্বর ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারি অনুষ্ঠিত হবে। গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করেছে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দক্রমে দিতে পেরেছে।

চট্টগ্রামের সরকারি স্কুলগুলোতে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। ১ হাজার ৪৬৪টি আসনের বিপরীতে ৮০ হাজার ১২৮টি আবেদন জমা পড়েছে, যার অর্থ প্রতিটি আসনের জন্য ৫৫ জন শিক্ষার্থী লড়াই করছে। ষষ্ঠ শ্রেণিতে ৪৫৮টি আসনের বিপরীতে ৪৩ হাজার ৬০৭টি আবেদন জমা পড়েছে, যার অর্থ প্রতিটি আসনের জন্য ৯৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে।

অষ্টম শ্রেণিতে ২৪টি আসনের বিপরীতে ১ হাজার ৭৮২টি আবেদন জমা পড়েছে, যার অর্থ প্রতিটি আসনের জন্য ৬৪ জন শিক্ষার্থী লড়াই করছে। নবম শ্রেণিতে ২৯৩টি আসনের বিপরীতে ১৩ হাজার ৪১৯টি আবেদন জমা পড়েছে, যার অর্থ প্রতিটি আসনের জন্য ৪৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, চট্টগ্রাম মহানগরীর ১০টি স্কুলে মোট সংরক্ষিত আসন রয়েছে ৫৮টি। এছাড়া নগরীর তিনটি বেসরকারি স্কুলে ৬০২টি খালি আসনের বিপরীতে ৪ হাজার ৪১১টি আবেদন জমা পড়েছে। ভর্তির নতুন নীতিমালা অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

ঈশান/মখ/বেবি

আরও পড়ুন

জনপ্রিয়