মঙ্গলবার- ১৬ সেপ্টেম্বর, ২০২৫

চবির কলা ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮০% ফেল

চবির কলা ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮০% ফেল

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বি ইউনিটের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ৭৯ দশমিক ৭৬ শতাংশ পরীক্ষার্থীই ফেল করেছেন।

রোববার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

ফলাফলের পাস-ফেলের বিষয়টি নিশ্চিত করেছেন বি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ইকবাল শাহীন খান।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরের ইজারা প্রক্রিয়া বন্ধ না করলে মুখোশ খুলে দেব

অধ্যাপক ইকবাল শাহীন খান বলেন, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের অধীন আসন রয়েছে ১ হাজার ২২১টি। এর বিপরীতে আবেদন করেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। তবে তিনটি কেন্দ্রে মোট উপস্থিত ছিলেন ৬২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী।

এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৫৬ জন। অর্থাৎ মোট শিক্ষার্থীর ২০ দশমিক ২৪ শতাংশ। আর ফেল করেছেন ৭৯ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে তাদের বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। সব ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে সাবজেক্ট চয়েস শুরু হবে।

আরও পড়ুন :  কমিশন-স্ক্র্যাপ সব খান তবুও সাধু রেল কর্মকর্তা সাজ্জাদ

উল্লেখ্য, গত ৮ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা তিন বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) অনুষ্ঠিত হয়।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page