শুক্রবার- ২৪ অক্টোবর, ২০২৫

চলন্ত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, দুই নারী দগ্ধ

চলন্ত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, দুই নারী দগ্ধ

ট্টগ্রাম মহানগরে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। রোববার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে নগরের বায়েজীদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ লায়লা বেগম (৫০) ও ঝর্ণা (৩০) রাউজান পৌরসভা এলাকার ৫ ও ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অটোরিকশাচালক জমির জানান, কুতুবদিয়া মালেক শাহের দরবারে যাচ্ছিল তারা। আতুরার ডিপো এলাকায় আসলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবামা নিক্ষেপ শুরু করে। এতে দুই নারী যাত্রী দগ্ধ হন। সিএনজি সিলিন্ডারের লাইন টেনে ছিঁড়ে দেওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :  তালাকের পর যা বললেন ইসলামিক বক্তা আবু ত্বহা ও সাবিকুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আগুনে দগ্ধ অটোরিকশার দুই নারী যাত্রীকে হাসপাতলে আনা হয়। পরে তাদের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। তাদের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে চালক ও যাত্রীরা জানিয়েছেন।

ঈশান/খম/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page