অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা নির্ধারণী এ ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৩৫.১ ওভারে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উল্লাস করছে বাংলাদেশ। আর কাঁদছে ভারত।
রোববার এই ফাইনালে ব্যাটে-বলে পুরো দাপট দেখায় বাংলাদেশ। স্কোরবোর্ডে রানের সংগ্রহ খুব বড় কিছু করতে না পারলেও বোলাররা দুর্দান্ত কায়দায় বাংলাদেশকে ফাইনালে জয় এনে দেন।
বাংলাদেশের ১৯৮ রানের জবাব দিতে নেমে ভারত ফাইনালের কোন সময় ঠিক আত্মবিশ্বাসী কায়দায় ব্যাট করতে পারেনি। শুরু থেকেই উইকেট হারায় তারা। বল হাতে বাংলাদেশের দুই শুরুর বোলার আল ফাহাদ ও মারুফ মৃধা দারুণ তেজ দেখান। বদলি বোলার হিসেবে ইকবাল হোসেন ইমন এই ম্যাচেও সেরা পারফরমেন্সের নজির রাখলেন।
টানা দুই বলে দুই উইকেট নিয়ে ইমন ভারতের মিডলঅর্ডার ব্যাটিংয়ের কোমর ভেঙ্গে দেন। ৯৭ রানে ভারত হারায় ৭ উইকেট। লেজের সারির ব্যাটাররা আর এই দুরাবস্থা থেকে দলকে উদ্ধার করতে পারেননি। শেষ পর্যন্ত ভারতের ইনিংস গুটিয়ে যায় ১৩৯ রানে। তখনো ম্যাচের ১৫ ওভার বাকি!
ভারত অধিনায়ক মোহাম্মদ আমানের প্রাইজ উইকেট শিকার করে বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম ফাইনালের সব হিসেব নিজেদের পাল্লায় তুলে নিলেন। ২.২ ওভারে মাত্র ৮ রানে ৩ উইকেট শিকার করে শেষ ফয়সালাও করে দিলেন আজিজুল হাকিম।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.১ ওভারে ১৯৮/১০ (জাওয়াদ ২০, কালাম ১, আজিজুল ১৬, শিহাব ৪০, রিজান ৪৭, দেবাশিস ১, ফরিদ ৩৯, সামিউন ৪, আল ফাহাদ ১, মারুফ ১১*, ইমন ১; যুধাজিৎ গুহ ৯.১.-১-২৯-২, চেতান ১-০-০-৪৮-২, নিখির ৫-১-১৩-০, কিরান ৭-০-১৯-১, হার্দিক ১০-০-৪১-২, কার্তিয়া ৭-০-৩৭-১, আয়ুশ ১-০-৯-১)।
ভারত অনূর্ধ্ব-১৯: ৩৫.২ ওভারে ১৩৯/১০ (আয়ুশ ১, বৈভব ৯, সিদ্ধার্থ ২০, কার্তিয়া ২১, আমান ২৬, নিখিল ০, হারভানশ ০, কিরান ১, হার্দিক ২৪; মারুফ ৬-০-২৩-২, ফাহাদ ৮-০-২৩-১, রিয়াজ ৮-২-১৩-০, ইমন ৭-১-২৪-৪, সামিউন ৫-০-১৫-০, আজিজুল ২.২-১-৮-৩)।
ফল: ফাইনালে ৫৯ রানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ম্যাচসেরা : ইকবাল হোসেন ইমন।
টুর্নামেন্টসেরা: ইকবাল হোসেন ইমন।