সোমবার- ৫ জানুয়ারি, ২০২৬

রাজ বাসায় ফিরলেও পরীমণি হাসপাতালে

শুক্রবার (১৮ আগস্ট) রাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা শরিফুল রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। এরপর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রাজ।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে এ তথ্য। সূত্র জানায়, রাজ তার বাসায় অবস্থান করছেন। শুক্রবার রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তিনি।

আরও পড়ুন :  সাগরপথে কাঠের নৌকায় চড়ে মালয়েশিয়া যাচ্ছিলেন তারা

এদিকে রাজের আহত হওয়ার খবর প্রকাশের পর পরীমণিও একটি ছবি দিয়ে জানান, তিনি হাসপাতালে। নিজের ফেসবুকে পরীমণি একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা গেছে, ক্যানুলা করা দুটি হাত।

ক্যাপশনে অভিনেত্রী লিখছেন, ‘আমরা পরী-তমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমণি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে। যেখান থেকে এখনও ফিরেননি পরীমণি।

আরও পড়ুন :  সাগরপথে কাঠের নৌকায় চড়ে মালয়েশিয়া যাচ্ছিলেন তারা

এর আগে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমণি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। তার আগেই বসুন্ধরার বাসা থেকে পরীমণি সন্তানসহ সেখানে যান। অন্যদিকে রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। পরে এই জুটি একসঙ্গে ছবি তোলেন। যা ফেসবুকে প্রকাশ করেন তাপস।

আরও পড়ুন :  সাগরপথে কাঠের নৌকায় চড়ে মালয়েশিয়া যাচ্ছিলেন তারা

ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমণি ও রাজ। কিন্তু পরে শোনা যায়, ফের রাজ বেরিয়ে এসেছেন পরীমণির বাসা থেকে। এরপর বাকি তথ্য প্রকাশ পায়নি।

আরও পড়ুন

You cannot copy content of this page