
“মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।-অপু বিশ্বাস।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হননি অপু বিশ্বাস। তাই নির্বাচিত এমপি হওয়ার সুযোগ নেই। তাতে কি? সংরক্ষিত আসনে তো এমপি হওয়া যায়। এভাবে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন নায়িকা অপু বিশ্বাস।
সংবাদ মাধ্যমকে অপু বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই।’
অভিনেত্রী বলেন, মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।
এর আগে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে অপু বলেছিলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা ছিল। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’
অপু বিশ্বাস বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায়। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ফেরদৌসকে। তার নির্বাচনী গণসংযোগে দেখা যাচ্ছে অপুকে।
অপু বিশ্বাস বলেন, অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরনো। অনেকেই অভিনেতা থেকে হয়েছেন নেতা। সংসদে গেছেন জনপ্রতিনিধি হয়ে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হয়েছেন একাধিক তারকা। আশা করছি তাদের অনেকেও এবার এমপি হবেন।
ঈশান/সুপ/মস











































