মঙ্গলবার- ১১ ফেব্রুয়ারি, ২০২৫

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে তোড়জোড়

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে তোড়জোড়
print news

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ঘিরে তোড়জোড় শুরু হয়েছে। মঙ্গলবার থেকে চলছে নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ চলবে বুধবার ও বৃহস্পতিবারও (৩০ জানুয়ারি)।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টা। সেদিন বিকেলে যাছাই-বাছাই অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীরা ১৫ হাজার টাকার বিনিময়ে হালনাগাদ ভোটার তালিকাসহ ফরম সংগ্রহ করতে পারবেন। আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

নির্বাচন কমিশনার মোহাম্মদ শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগে মনোনয়ন সংগ্রহের তারিখ ছিল ২৭ ও ২৮ জানুয়ারি। দুই দিন পিছিয়ে তা আবার নির্ধারণ করা হয়েছে। তবে ঠিক সময়ে অন্য সব কাজ অনুষ্ঠিত হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর নানা বিতর্ক শুরু হয়েছে। বিতর্কিত অনেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার অভিযোগ উঠেছে কমিশনের বিরুদ্ধে। এ ব্যাপারে নির্বাচন কমিশন বলেন, ‘নির্বাচন কমিশনার ঘোষিত এই তফসিল বাতিল দুই দিন পেছানো হয়েছে। এতে সবাই সুযোগ পাবেন। ছাত্র সমন্বয়করা বিষয়টি নিয়ে কমিশনে আসেন। ফলে কমিশন নির্বাচনের দিন ঠিক রেখে অন্য বিষয়গুলো পরিবর্তন করেছে।’

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

এ ব্যাপারে জানতে চাইলে সিঅ্যান্ডএফ নেতা লতিফ রহমান আজিম বলেন, আওয়ামী লীগ দোসরদের নিয়ে আবার নির্বাচন করতে চেয়েছিল কমিশন। এ নিয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা চট্টগ্রামের আগ্রাবাদের সিঅ্যান্ডএফ টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন। প্রার্থীদের বাধার মুখে সরে আসে কমিশন। এবার আমরা মনে করছি, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

ঈশান/খম/মসু

আরও পড়ুন

No more posts to show
error: Content is protected !!