সোমবার- ২০ অক্টোবর, ২০২৫

‘অখণ্ড ভারত’ মানচিত্রের ব্যাখ্যা দিল দিল্লি

ভারত সরকার নবনির্মিত সংসদ ভবনে লাগানো মানচিত্রে বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশকে ‘অখণ্ড ভারতের’ অংশ হিসেবে দেখানো হয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান, নেপালসহ আরও কয়েকটি দেশ।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে দেশটির সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছিল ঢাকাও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জবাব দিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেটি একটি ম্যুরাল। এতে সম্রাট অশোকের রাজত্বের আওতাধীন এলাকা বোঝানো হয়েছে।

আরও পড়ুন :  শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ৮ বিমান চট্টগ্রামে

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ‘অখণ্ড ভারত’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম দিল্লি থেকে এ জবাব পাওয়ার কথা জানান।

ভারত সরকারের দেওয়া ব্যাখ্যা উদ্ধৃত করে রফিকুল আলম বলেন, ‘আমাদের জানানো হয়েছে, ম্যুরালটিতে অশোকের সাম্রাজ্য খচিত হয়েছে, যা সংবাদমাধ্যমে “অখণ্ড ভারত” হিসেবে প্রচার করা হয়েছে।’

আরও পড়ুন :  ওমান থেকে কফিন বন্দি হয়ে ফিরল আট প্রবাসী

ম্যুরাল স্থাপনের মূল ভাবনা ছিল প্রাচীন ভারত, এমন তথ্য দিয়ে ভারত সরকার জানিয়েছে, ‘সম্রাট অশোকের রাজত্বকে ফুটিয়ে তুলতে তাঁর রাজ্যের ব্যাপ্তি, সমসাময়িককালে সংগঠিত জবাবদিহিমূলক এবং উন্নয়ন ব্যবস্থার প্রতীক হিসেবে এটি স্থাপন করা হয়েছে।’

‘অখণ্ড ভারত’ ম্যুরালে বাংলাদেশ ছাড়াও রয়েছে—আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমার।

আরও পড়ুন

You cannot copy content of this page